Android 12: Google Pixel user interested in how to enable “Material You”

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

The new design “Material You” on Android 12


df


Android Operating System-র সবথেকে বড় Design-র পরিবর্তন এনেছে Google। Android 12-এ নতুন ‘Material You’ Design ব্যবহার করেছে Google |

2014 সালে ‘Material Design’ লঞ্চের পর Design-র দিক থেকে এখনও পর্যন্ত Android Operating System-র সবথেকে বড় পরিবর্তন।

Group Cards
Google News View Now

New Version User Interface-কে ঢেলে সাজানো হয়েছে। দিনে দিনে Smartphone Display-র সাইজ ক্রমশ বড় হচ্ছে। আর এই বড় Display-র প্রত্যেক ইঞ্চির কার্যকারিতা বাড়াতে নতুন Design নিয়ে হাজির হয়েছে Android 12।

Significant changes to the design of Android 12 are:

The system theme will depend on the wallpaper-

Android Operating System সব সময় User-কে Customization-র স্বাধীনতা দিয়ে এসেছে।

এবার Android 12-এর মাধ্যমে নিজস্ব Icon pack and system color ব্যবহার করা যাবে। তার জন্য New Color extraction feature Android 12-এ যোগ হয়েছে  । এই ফিচারে Device দ্রুত আপনার ওয়ালপেপারের Primary Color বুঝে নিয়ে সেই অনুযায়ী System Color Set করে নেবে।

Quick settings, volume bar ও কিছু Google Apps-এ Color ব্যবহার হবে।

New animation and adaptive layout-

অ্যান্ড্রয়েড 12-এ যুক্ত হয়েছে একগুচ্ছ New animation। এছাড়াও Lock Screen এ যোগ হয়েছে A bunch of visual changes।

এবার থেকে Lock Screen এ কোনও Notification না থাকলে, তুলনামূলক ভারে আগের চেয়ে আরও বড় Clock দেখা যাবে। এছাড়াও Smart Phone হাতে নিলে Clock-র Size ও বদলে যাবে।

New animation and adaptive layout

অ্যান্ড্রয়েড 12-এর নতুন ‘Material You’ Design-র মাধ্যমে Smart Phone ব্যবহার আরও সহজ হবে।

এবার থেকে ইউজারেরা Operating system contrast, size ও অন্যান্য অনেক কিছু বদল করতে পারবেন। চাইলে New Animation ও বন্ধ করে রাখা যাবে।

Google জানিয়েছে আপাতত Pixel Device-র জন্য এই Design আনা হলেও, অন্যান্য Company গুলি চাইলেই এই ডিজাইন গ্রহণ করতে পারে।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here