Reliance Jio is building the world’s largest cable system under the sea
Reliance Jio সমুদ্রের নীচে World’s largest cable system তৈরি করবে ।
মূলত India-কে কেন্দ্র করেই তৈরি হবে এই Cable System।
Company-র তরফে বলা হচ্ছে, ‘This high speed cable system of high power 200Tbs-এর বেশি Speed-সহ 16,000 KM-র বেশি জায়গা জুড়ে থাকবে।’
অন্যদিকে India-Europe-Express (IEX) India-কে Western countries গুলির সঙ্গে Connect করবে।
এই System India কে Middle Eastern countries গুলির হয়ে Europe-র সঙ্গে Cable-র মাধ্যমে Directly Connect করবে।
এই Cable System বিশ্বের large number of countries নিরবিচ্ছিন্নভাবে Internet-র মাধ্যমে Connect রাখবে |
IAX ও IEX-এর মাধ্যমে India-র অন্দরে ও India-র বাইরের Cloud service ব্যবহারে সুবিধা হবে।
At 2016, Reliance Jio লঞ্চের পরে থেকেই India-র মানুষজনের মধ্যে Data-র ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
IAX System-র মাধ্যমে India-র সঙ্গে Asia Pacific-র দেশগুলি Connect হবে।
Mumbai and Chennai-র সঙ্গে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর Directly Connect হবে এই Sophisticated system-র দ্বারা।
এছাড়াও এই IEX System-র মাধ্যমে India-র সঙ্গে সরাসরি Italy added হবে। In Future এই দুই Fiber System Asia Pacific and Europe ছাড়িয়ে On the east and west coasts of the United States যুক্ত হবে।
2023 সালে IAX-এর Service Start করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। অন্যদিকে IEX-এর Service Start হবে 2024 সালের শুরুতে।
Jio Fiber: https://www.jio.com/fiber.html
Read More: New Rules অনুযায়ী আরও কঠোর Driving Licence Exam | জানুন বিস্তারিত |