MARS Rover: Tianwen-1 finally touches the red planet

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

China’s first Mars mission Tianwen-1 successfully enters


ch 1
Mars Rover

Mars এ পৌঁছনোর দৌড়ে India, the United States, Russia and the European Union -এর সঙ্গে এক সারির লক্ষ্যে China | গত বছর July-য়ে লালগ্রহের উদ্দেশে পাড়ি দিয়েছিল China-র মঙ্গলযান ‘Tianwen-1’। Saturday সকালে এই Chinese spacecraft-টি নিরাপদ এবং সফলভাবে অবতরণ করল Mars Rover-এ |

In this campaign China মঙ্গলের উদ্দশ্যে পাঠিয়েছিল দু’টি অংশ। একটি Orbiter, যা Mars-র কক্ষপথে পাক খাবে এবং অন্যটি Mars Rover, যা অবতরণ করবে। সংশ্লিষ্ট মহলের মত, China-র সফল মঙ্গল গ্রহে অবতরণ বিশ্বকে দেখাল, উন্নত Interplanetary space |

NASA-র Associate administrator for science, Thomas Zurbuchen, Twitter-এ China-কে অভিনন্দন জানান।

China-র State television গুলিতে এই অবতরণ সম্পর্কিত কোনও Report দেখানো হয়নি। তবে একটি অনুষ্ঠান সম্প্রচারিত হয়, Mission টি সফল হওয়ার কয়েক ঘণ্টা পরে |

Group Cards
Google News View Now

এই চূড়ান্ত সাফলতার পর Xi Jinping Scientists and officials of the space agency-দের ধন্যবাদ জানান। তিনি বলেন-এটি আমাদের দেশের Aerospace-র প্রচেষ্টার ক্ষেত্রে আরও একটি Milestone।

Red planet-কে Three Month-র বেশি সময় ধরে প্রদক্ষিণ করেছে এই Tianwen-1। তারপর সেটি Mars Rover-সমেত Orbiter থেকে আলাদা হয়ে যায় |  এবং Mars-র মাটিতে আছড়ে পড়ে। এ সময়ে spacecraftটি আগের মতোই seven minutes of terror-এর Experience-র মুখোমুখি হয়। Spacecraft টিতে heat shield ছিল। তা The initial push জনিত উত্তাপ থেকে Protect করেছে। 

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান |

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here