CBSE Board on the basis of what is in the tenth grade with the number of Final Result? Learn more |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

A new link of CBSE has been launched to upload the 10th class number | 


cbse


Covid-19 Situation-এ বাতিল হয়ে গিয়েছে The Central Board of Secondary Education -র 10th Standard Exam | 12th Standard Exam পিছিয়ে দেওয়া হয়েছে | Weighted average পদ্ধতির উপর ভিত্তি করে আগামী ২০ জুন CBSE-র 10th CBSE result ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে |

School গুলি যাতে সঠিক সময়ের মধ্যে Student-দের No. CBSE-র Website এ Upload করার Process সম্পন্ন করতে পারে তার জন্য একটি New Link চালু করেছে Board। এই Link-র মাধ্যমেই Student-দের no. Website এ Upload করতে হবে।

CBSE-র নির্দেশ অনুযায়ী School গুলির কাছে যে Timeline দেওয়া হয়েছে তাতে আগামী 10th May 2021-এর মধ্যে no. Related document তৈরি করে ফেলতে হবে। যদি কোন Student-র কোন Accessment বাকি থাকে, সেক্ষেত্রে আগামী 15th May-র মধ্যে তা সম্পন্ন করে ফেলতে হবে |

Group Cards
Google News View Now

এরপর আগামী 25th May-র মধ্যে Student দের চূড়ান্ত Result তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে School গুলিকে। এরপর 28th May-র মধ্যে সেই 10th CBSE result খতিয়ে দেখে যদি কোনও পরিবর্তন করার দরকার হলে তা করতে হবে।

এরপর সেই List আগামী 5th June-র মধ্যে CBSE-র কাছে Submit করতে হবে সব School গুলিকে। Internal Accessment No. 11th June-র মধ্যে Board-র কাছে Submit করার নির্দেশ দেওয়া হয়েছে School গুলিকে।

100 No.-র মধ্যে Internal Accessment-র যে 20 N0. School-র হাতে রয়েছে, তাতে Student-দের প্রাপ্ত নম্বর যেরকম ছিল সেরকমই থাকবে বলে জানানো হয়েছে CBSE-র তরফে। বাকি 80 no.-র জন্য weighted average-এর উপর ভিত্তি করে নম্বর দেওয়া হবে। সেক্ষেত্রে Student-দের Time limited test থেকে 10 Marks ,Half Yearly থেকে 30 Marks ও Pre Board থেকে 40 No.-র উপর ভিত্তি করে দেওয়া হবে Total No. |

Student-দের No.-র Process যাতে স্বচ্ছ থাকে, তার জন্য School গুলিকে একটি  Result Committee গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে CBSE-র তরফে। এই Result Committee-তে একদিকে যেমন সেই School Teacher-রা থাকবেন, তেমনই অন্যদিকে নিকটবর্তী অন্য কোন School-র তরফ থেকে ২ জন Teacher উপস্থিত থাকবে সেই Result Committee-তে।

Further Details: https://www.kopykitab.com/blog/cbse-grading-system/

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here