Listen to the music of Mars to get ears on earth

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Astronomy Picture of the day | Mars Rover |


ma 1

 


NASA-র Perseverance Mars Rover-এ Land করেছিল February-তে | তার লক্ষ্য ওখান থেকে মাটি পাথর এনে পরীক্ষা করা | যাতে যদি ওই মাটিতে কোনও ancient microbes থাকে তা হলে তার অস্তিত্ব জানা যাবে। Primarily Perseverance-কে নিয়ে Scientist দের একটু সঙ্কট তৈরি হয়েছিল|  তবে তা মিটে যায়।

Mars-র বাতাসের Indirect evidence of existence পাওয়া গেলো । Perseverance-এর বয়ে নিয়ে যাওয়া Small Robotic Helicopter | যার নাম Ingenuity তা ঘুরচ্ছিল Mars-র আকাশে। আর তখনই তার humming of blades record করল সঙ্গের Microphone |  আর মানুষ এই পৃথিবীতে বসেই শুনল |

Group Cards
Google News View Now

Space Agency-র তরফে একটি Audio Track-র fruitage  প্রকাশ করা হয়েছে |Mars এ পৌঁছনো Rotocraft blades-র  ঘোরার এই Sound শোনা গিয়েছে!

কিন্তু Mars-র বাতাস Earth-র চেয়ে ঘন বলে সেখানে সমস্ত কোলাহলই একটু কম শোনায়। এক France Astronomer David Mimou বলেছেন–আমরা শুনেছিলাম যে Microphone পাঠানো হয়েছে তা কোনও Sound-ই সম্ভবত Record করতে পারবে না| কারণ Mars-র আবহ ভারী, শীতল’।

Mars-র  বাতাসে ভর করেই উড়তে পেরেছে ‘Ingenuity’। আর সেই বাতাসেই ভেসে এসেছে তার Sound of wings । যা পৌঁছেছে 80 Meter দূরের  Rover এ | তার ‘Supercam’-এ। এই Sound & Picture ধরা হয়েছে 30th April | NASA  এর Video প্রকাশ করেছে। The atmosphere of Mars কে বোঝার ক্ষেত্রে এই sound of wings কেই Scientist-রা ‘Gold mine’ বলে মনে করছেন।

For more details: https://mars.nasa.gov/mars2020/participate/sounds/

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । 

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here