রাজ্যের Science পড়ুয়াদের জন্য ফের এক নতুন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সরকারের তরফ থেকে দেওয়া হয় ‘বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি’। মেয়েদের বিজ্ঞান (Science) বিভাগে আরো উৎসাহিত করা এবং তাঁদের প্রতিভাকে সম্মানিত করার উদ্দেশ্যেই এই বৃত্তি দেওয়া হয়ে থাকে। তবে এবার থেকে আর শুধু কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই নন, রাজ্য সরকারি এই বৃত্তি এবার পেতে চলেছেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরাও। এই নতুন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন (Science),
“বাংলা গোটা বিশ্বকে বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে কিছু চিরস্মরণীয় নাম উপহার দিয়েছে। এ রাজ্যের ডিগ্রি কোর্সের অন্তর্ভুক্ত মেয়েদের উৎসাহিত করার জন্য আমরা ২০১৭ সালে বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি চালু করেছি।” এই বৃত্তির আওতায় বিজ্ঞান (Science) বিভাগের মেধাবী ছাত্রীরা সরকারের তরফ থেকে ৫ বছরের জন্য মাসিক ২০০০ টাকা হিসেবে পেয়ে থাকেন বলেও জানিয়েছেন তিনি।
এরপরেই বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তির পরিসর বৃদ্ধির কথা জানান মুখ্যমন্ত্রী।
“আমরা এই প্রকল্প একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্যেও চালু করার বিষয়ে চিন্তাভাবনা করছি”, বলেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেই কোভিড পরবর্তী সময়ে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পূর্ববর্তী আবহে এই ঘোষণা নিয়েও এবার শুরু হয়েছে চর্চা।