এই করোনা মহামারীর মধ্যে মধ্যপ্রদেশের ভোপালের জাভেদ খান নামের এই যুবক তার নিজের অটোকে এম্বুলেন্স বানিয়ে ফেললেন।
ভোপালের জাভেদ খান তিনি জানান, এই কাজ করার জন্য তিনি নিজের স্ত্রীর গয়না বেঁচে দিয়েছেন৷ অটোর মধ্যেই রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেছেন৷ অক্সিজেন কেনার জন্য রিফিল সেন্টারগুলিতে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েই তা কিনছেন তিনি ৷
সোশ্যাল মিডিয়ায় নিজের নম্বর শেয়ার করে দিয়েছেন৷ যে কোনও মানুষ সমস্যায় পড়লেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন জাভেদ ৷ গত ১৫-২০ দিন ধরেই এই কাজ করছেন তিনি৷
আজকের এই দুর্দিনে, এই পৃথিবীতে আপনি ধনী ব্যক্তি, স্রষ্টার কাছে প্রার্থনা করি আপনি আরও ধনী হন। বেঁচে থাক ভালো থাক জাভেদ খান এর মত মহান মানুষরা। এভাবেই বেঁচে থাক মানবতা ও মনুষ্যত্ববোধ। দিল সে সেলাম আপনাকে।