HomeInventionএরাই বিশ্বের একমাত্র প্রাণী, যারা দিব্যিই বেঁচে থাকে অক্সিজেন ছাড়াই!

এরাই বিশ্বের একমাত্র প্রাণী, যারা দিব্যিই বেঁচে থাকে অক্সিজেন ছাড়াই!

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

এরাই বিশ্বের একমাত্র প্রাণী, যারা দিব্যিই বেঁচে থাকে অক্সিজেন ছাড়াই!

animals survive without oxygen: সম্প্রতি ইস্রায়েলের তেল-আভিভ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন এক প্রাণীর খোঁজ পেয়েছেন যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের কোনও প্রয়োজনই হয় না। ইস্রায়েলী গবেষকদের এই খোঁজ রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে গোটা বিশ্বে।maxresdefault

গবেষকদের দাবি, এই প্রাণীটিকে দেখতে অনেকটা জেলিফিশের-এর মতো। এরা এক ধরনের পরজীবী। এর বৈজ্ঞানিক নাম হেননিগুয়া সালমিনিকোলা (Henneguya salminicola)।

এই আবিষ্কারের ফলে জানা গিয়েছে, এই প্রাণী ‘মাল্টিসেলুলার’ জীব যার শরীরে মাইটোকন্ড্রিয়াল জিনোম নেই। এই কারণেই এদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের একেবারেই প্রয়োজন হয় না। মানুষ-সহ বিশ্বের প্রতিটি প্রাণীর শরীরে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় যা শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ‘হেননিগুয়া সালমিনিকোলা’ নামের পরজীবীই হল প্রথম এমন এক জীব যাদের শরীরে মাইটোকন্ড্রিয়াল জিনোমের অস্তিত্ব নেই।

এই গবেষণার দলের প্রধান ডায়না ইয়াহলোমি মতে, নতুন এই জীবের সন্ধান মেলার ফলে প্রাণী বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে গেল।

ইয়াহলোমি জানান, এই পরজীবী মানুষের এবং অন্যান্য জীবের পক্ষে মোটেও ক্ষতিকর নয়। তবে গবেষক দল এখনও এটা জেনে উঠতে পারেননি কী ভাবে এই প্রাণীর বিকাশ হয়েছে বা এর জন্মই বা হল কী ভাবে! এই পরজীবীটি সলমন মাছের শরীরে পরজীবী হিসাবে পাওয়া গিয়েছে। সলমন মাছ থেকেই খাদ্য অর্জন করে বেঁচে থাকে এই পরজীবী। তবে মাছের কোনও ক্ষতিও করে না এরা। যতক্ষণ মাছ বেঁচে থাকে ততক্ষণ বেঁচে থাকে এই পরজীবী ‘হেননিগুয়া সালমিনিকোলা’ও (Henneguya salminicola)।

Group Cards
Google News View Now

আরও পড়ুন: Computer দূষণ থেকে নিজেকে রক্ষা করুন এই পদ্ধতিতে | পড়ুন বিস্তারিত |

ইয়াহলোমি জানান, এটিকে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ দিয়ে এটি পরীক্ষা করে দেখেছেন তাঁরা। এদের মধ্যে সবুজ নিউক্লিয়াস দেখা গেলেও মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দেখা যায়নি। ২০১০ সালেও একই রকম ঘটনা প্রকাশ্যে আসে। ইতালির পলিটেকনিক ইউনিভার্সিটির গবেষক রবার্তো ড্যানভোরো এই ধরনেরই পরজীবীর সন্ধান দেন। ওই পরজীবীদের শরীরেও মাইটোকন্ড্রিয়া পরিষ্কারভাবে দেখা যায়নি।

তবে গবেষণায় জানা যায়, ওই পরজীবীরা গভীর সমুদ্রে বছরের পর বছর বাস করতে পারে। এদের জীবন শক্তির উত্স হাইড্রোজেন সালফাইড। তবে সদ্য পাওয়া ‘হেননিগুয়া সালমিনিকোলা’ (Henneguya salminicola) নামের এই পরজীবীর বাঁচার জন্য হাইড্রোজেন সালফাইডেরও প্রয়োজন হয় না।


These are the only animals in the world that survive without oxygen!

A team of researchers at Tel Aviv University in Israel recently discovered an animal that does not need oxygen to survive. This discovery by Israeli researchers has caused quite a stir around the world.

Researchers claim that this animal looks a lot like a jellyfish. They are a kind of parasite. Its scientific name is Henneguya salminicola.

The findings show that the animal is a multicellular organism that does not have a mitochondrial genome. This is why they do not need oxygen at all to survive. Every animal in the world, including humans, is rich in mitochondria, which are vital for the process of respiration.

However, the parasite Hennigua salminicola is the first organism to have no mitochondrial genome in its body. According to Diana Yahlomi, head of the research team, the discovery of this new organism opened a new horizon in zoology.

Yalom said the parasite is not harmful to humans or other organisms at all. However, the research team has not yet found out how this animal evolved or how it was born! This parasite has been found in the body of salmon as a parasite. This parasite survives by obtaining food from salmon. However, they do no harm to the fish. The parasite ‘Henneguya salminicola’ also survives as long as the fish survive.

Yalom said they tested it with a fluorescent microscope. Although green nuclei were found in them, mitochondrial DNA was not found. A similar incident came to light in 2010. Roberto Danvoro, a researcher at the Polytechnic University of Italy, found such a parasite. Mitochondria were not clearly seen in the body of those parasites.

However, research has shown that those parasites can live in the deep sea for years. Their source of life energy is hydrogen sulfide. However, the newly found parasite Henneguya salminicola does not need hydrogen sulfide to survive.

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular