What is the Internet and how does it work?

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

What is the Internet and how does it work?


in 1 1


What is Internet ?

Internet হল এমন একটি Computer Network | যেটা পুরো পৃথিবীর সকল Computer কে একে অপরের সাথে Connect করে। কিছু Computer একে অপরের সাথে Connect থেকে একটি Computer Network তৈরী করে। এভাবে পৃথিবীর অধিকাংশ Computer একে অপরের সাথে Connect থেকে যে Computer Network গুলো তৈরি করেছে | সেগুলোর সমষ্টিকেই আমরা Internet বলি |


এবং IP বা Internet Protocol নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে Computer গুলো একে অপরের সাথে Data Transaction করে থাকে। অর্থাৎ Computer বা Mobile Device টি যদি এই Computer Network-র (Internet) সাথে Connect থাকে, তাহলে IP বা Internet Protocol-র মাধ্যমে Network Connect থাকা অন্য Computer-র সাথে আমরা Data Transaction করতে পারব।

Group Cards
Google News View Now

How does the internet work? 

Internet – এর 99% চলে Optical Fiber-র মাধ্যমে অর্থাৎ Wire-র মাধ্যমে |এবং মাত্র 1% চলে Satellite-র মাধ্যমে।

কিন্তু মোবাইলে Internet ব্যবহার করছি কোনো প্রকার Wire Connection ছাড়াই। আপনার মোবাইলে Internet Networkযে Tower টির মাধ্যমে আসছে, সেই Tower থেকে শুরু করে আপনি যে Website Visit করছেন তার Server পর্যন্ত Optical Fiber Cable বিছানো আছে।  

Internet-র যে Data আমাদের কাছে এসে পৌছায় তা 3 টি আলাদা আলাদা Layer-র মধ্য দিয়ে আসে। এই Layer গুলোকে Tier বলা হয়। এই Layer 3 টি হল Tier 1, Tier 2 এবং Tier 3।


What is Tier 1 ?

Tier 1 হল সেই সমস্ত Company যারা নিজেদের টাকায় সমস্ত পৃথিবীতে সমুদ্রের মধ্য দিয়ে Cable বিছিয়ে রেখেছে(যাদের Optical Fiber Cable বা Submarine Cable বলা হয়)। Cable গুলো চুলের মত সরু কিন্তু এরা খুব দ্রুত যেমন 100 থেকে 200 GBps পর্যন্ত Data Transaction করতে পারে। বিভিন্ন দেশে আলাদা আলাদা Tier 1 Company আছে যারা এক দেশ থেকে অন্য দেশে Cable বিছিয়ে সারা Whole World কে Connect করেছে। এভাবে একটি দেশের এক প্রান্তে Optical Fiber Cable-র Landing Point থাকে | এবার Landing Point থেকে দেশকে বিভিন্ন District এবং District কে বিভিন্ন Sub- District এ  Tier 2 এবং Tier 3 এই 2 Layer ভাগ করে আপনার Locality পর্যন্ত পৌছে দেয় Internet ।


What is Tier 2?

Tier 1 Company-র Cable থেকে Connection নেয় |এবং প্রতি Gb হিসেবে একটি নির্দিষ্ট পরিমান টাকা Tier 1 Company কে দিয়ে থাকে।


What is Tier 3 ?

এলাকা ভিত্তিক কিছু ISP বা Internet Service Provider রয়েছে যাদের Tier 3 Company বলা হয়। এরা এলাকা ভিত্তিক Service দেয়।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here