Mobile Internet & Wi-Fi Internet there are many differences
তবে Wi-Fi Network এর মাধ্যমে সংযুক্ত Computer বা smartphone-র মধ্যে data or internet এর আদান প্রদান করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে ৷
- Device গুলিকে Wi-Fi এর মাধ্যমে connect করানোর জন্য , প্রত্যেকটি Device Wi-Fi network এর নির্ধারিত সীমার ভেতরে থাকতে হবে ।
- Network এর সীমার বাইরে থাকা device গুলোকে সেই Wi-Fi network এর সাথে connect করা যাবেনা ।
Wi-Fi & Mobile Internet -র মধ্যে পার্থক্যঃ
- Wi-Fi এর জন্য Monthly আপনাকে একটা নির্দিষ্ট পরিমান টাকা বিল দিতে হবে।
- Mobile Internet এ আপনাকে কোনো টাকা বিল হিসেবে দিতে হবে না।কিন্তু আপনাকে নির্দিষ্ট পরিমান MB কিনতে হবে Internet ব্যবহার করার জন্য।
- Wi-Fi Internet-র ব্যবহার শুধু আপনি যত টুকু স্থানে এর Connection পাবেন তত টুকু স্থানেই use করতে পারবেন।
- Mobile Internet আপনি যেখানে খুশি ব্যবহার করতে পারবেন। Mobile Internet এ কোনো স্থান সীমাবদ্ধতা নেই |
- আপনি Wi-Fi এর মত Mobile Internet-এ Hotspot চালু করে একাধিক মোবাইলে Internet ব্যবহার করতে পারবেন।আর এক্ষেত্রে আপনাকে Wi-Fi এর মতই একটা Password ব্যবহার করতে হবে।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান |