আপনি কি জানেন – প্রতি মিনিটে কী ঘটে যাচ্ছে ইন্টারনেটে ?
বিশ্বব্যাপী ইন্টারনেটের পরিসর দিন দিন বাড়ছে। ইন্টারনেটের মাত্রা এত ব্যাপক যে এতে মাস ভিত্তিতে তথ্য দেখার পরিসংখ্যান বা দৈনিক ভিত্তিতে তথ্য দেখার পরিসংখ্যানগুলো বোঝা ভার।
প্রতি দিনে ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবার মাধ্যমে কী পরিমাণ তথ্য আদান–প্রদান, ভিডিও দেখা, ছবি আপলোড বা ব্রাউজিং করা হয়, তা–ও বোঝা মুশকিল।
ইন্টারনেটে প্রতি দিন বা মাসে নয়, প্রতি ৬০ সেকেন্ডে (এক মিনিটে) কী ধরনের ডেটা তথ্য লেনদেন ও অর্থ ব্যয় হয়, তার একটি তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে।আমার বিশ্বাস এটা শোনার পর আপনার চক্ষু চড়কগাছ হয়ে যাবে। গো-গ্লোব.কম ইনফোগ্রাফিক্স-এর মাধ্যমে প্রতি মিনিট অর্থাৎ ৬০ সেকেন্ডে বিশ্বে ঘটছে তার তথ্য প্রকাশ করেছে। প্রতি মিনিটে ইন্টারনেটে কী কী ঘটে, তা-ও বলা হয়েছে সেই তালিকায়।
আরও পড়ুন:- সন্ধান মিললো সৌরজগতের নতুন অতিথির | জানুন বিস্তারিত |
প্রতি মিনিটে ফেসবুকে ৬৯৫ হাজারের চেয়েও বেশি স্ট্যাটাস আপডেট হচ্ছে, ৫১০,০৪০ টি কমেন্ট পড়ছে, ৯৮ হাজারের চেয়েও বেশি টুইটারে টুইট হচ্ছে, ২ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী অনলাইনে পর্ণ দেখছে, ইনস্ট্যান্ট মেসেঞ্জারগুলোতে ১১ মিলিয়নের বেশি কথোপকথন চলছে, ১৬৮ মিলিয়ন ইমেইল আদান-প্রদান চলছে। ব্যবসা চলছে কেমন প্রতি মিনিটে? ৪ হাজার ইউএসবি ডিভাইস, ২৫০০ প্রিন্টার কার্টিজ, ৭১০ টি কম্পিউটার বিক্রয় হচ্ছে যার মাঝে ৫৫৫ টি ব্যবহার করছে ইন্টেলের প্রসেসর, ৯২৫ টি আইফোন ৪ এস বিক্রি হচ্ছে, পেপাল-এর মাধ্যমে পরিশোধিত হচ্ছে ২১৯ হাজার ডলার আর মোবাইল ফোনের মাধ্যমে করা হচ্ছে দশ হাজার ডলার। হ্যাকাররাও বসে নেই। প্রতি মিনিটে ৪১৬ বার হ্যাক করার চেষ্টা হচ্ছে এবং ১২ টি ওয়েব সাইট হ্যাক হচ্ছে, ২৩২ টি কম্পিউটার ম্যালওয়্যার কর্তৃক আক্রান্ত হচ্ছে।
ছবি শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে প্রতি মিনিটে শেয়ার হয় ৪৬ হাজার ২০০ ছবি। আর এতে ব্যয় করা হয় ৭ লাখ ৫১ হাজার ৫২২ ডলার। ১৮ লাখ স্ন্যাপ সৃষ্টির পাশাপাশি প্রতি মিনিটে টিন্ডারে ৯ লাখ ৯০ হাজার সোয়াইপ গণনা করা হয়। ইন্টারনেট ব্যবহারকারীরা নানান তথ্য খোঁজার জন্য প্রতি মিনিটে ৩৫ লাখ বার অনুসন্ধান করেন গুগলে।
ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ৬০ সেকেন্ডে ৪১ লাখ ভিডিও দেখা হয়। টুইটারের মাধ্যমে প্রতি মিনিটে ৪ লাখ ৫২ হাজার ২০০ টুইট করা হয়। ফেসবুকে প্রতি মিনিটে ৯ লাখ বার লগইন হয়। মেসেঞ্জার ব্যবহার করে মিনিটে ১৫ হাজার জিআইএফ পাঠানো হয়। ২০০ কোটি সক্রিয় ব্যবহারকারী প্রতি মাসে ফেসবুক ব্যবহার করেন। এর অর্থ হলো বিশ্বের মোট জনসংখ্যার ২৫ শতাংশের বেশি মানুষ বছরের যেকোনো এক মাসে অন্তত একবার ঢুঁ মারেন সামাজিক যোগাযোগের
আরও পড়ুন:- চশমা বলবে কথা, ববি শিক্ষার্থীদের আবিষ্কার,