Invention সন্ধান মিললো সৌরজগতের নতুন অতিথির | জানুন বিস্তারিত | By Swastika & Deep - April 9, 2021 FacebookTwitterPinterestWhatsApp WhatsApp Group Join Now Instagram Profile Join Now YouTube Channel Subscribe Find new guests in the solar system | Learn more | Solar System এ নতুন অতিথি Interstellar । দেখা মিলল এক Cometএর। ‘Nature’ পত্রিকায় সম্প্রতি প্রকাশিত জোড়া গবেষণাপত্রের দাবি | এই প্রথম এমন আদিম অবস্থায় থাকা কোনও ধুমকেতুর দেখা মিলল । 2019 সালে আবিষ্কৃত হয়েছিল 21/ বরিসভ নামের Pristine । Scientist এর ভাষায় এই ধরনের ধুমকেতুকে ‘Pristine’ বলা হয়। তার বয়স সম্পর্কে পরিষ্কার ধারণা করা যায় যদি ধুমকেতুর লেজ খতিয়ে দেখা হয় । এই Pristine টির ক্ষেত্রেও সেই পর্যবেক্ষণই পথ দেখাল Scientist দের। বিজ্ঞানী লিওডমিলা কোলোকোলোভা জানিয়েছেন, ভাল করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে ওই Pristine -র শরীরে কোনও ‘Crust’ অর্থাৎ শক্ত আবরণ নেই। যা দেখে তাঁরা নিশ্চিত তেজস্ক্রিয়তা ও তড়িদাহত কণার ধাক্কায় খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, ওই ধুমকেতুটি । Group Cards Google News View Now Facebook Page Visit Page তবে বিজ্ঞানীদের মতে, এই ধরনের অতিথি সৌরজগতে বিরল নয়। তবে দূরত্বের ব্যবধান থাকায় অনেক বেশি তাদের খেয়াল করা যায় না। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । WhatsApp Group & Google News Flow WhatsApp Group Join Now Google News View Now