Govt Schemes NASA -র হেলিকপ্টার স্পর্শ করলো মঙ্গলের মাটি | জানুন বিস্তারিত | By Swastika & Deep - April 7, 2021 FacebookTwitterPinterestWhatsApp WhatsApp Group Join Now Instagram Profile Join Now YouTube Channel Subscribe NASA’s helicopter touches Mars | Learn more | Ingenuity নামক ঐ হেলিকপ্টার মঙ্গলে NASA-র পাঠানো Rover Perseverance -র পেটের ভিতর ছিল। মঙ্গলের অজানা দিকগুলি ঘুরে দেখতেই পাঠানো হয়েছে এই আকাশযানকে । NASA -র Jet Population Laboratory- র তরফে শনিবার জানানো হয়েছে | প্রায় 293 millions মাইল (471 million Km) যাত্রা করে Perseverance | রবিবার তার পেট থেকে 4 inch (10 Cm) নীচে Drop করে তার যাত্রা শেষ করেছে। ১১ এপ্রিল অবতরণের কথা থাকলেও সময়ের আগেই Mars-র মাটি ছুঁয়েছে Ingenuity । পৃথিবীর মাটির চেয়ে মঙ্গলের মাটিতে উড়ে যাওয়া বেশি কঠিন। পৃথিবীর তুলনায় মঙ্গলে প্রায় ½ পরিমাণ সৌরশক্তি প্রাপ্ত হয়। রাতের তাপমাত্রা -130 degree F বা -90 degree C পৌঁছয়। যদিও এর মধ্যে থাকা হিটার 45 degree F তাপমাত্রায় রাখলেও মঙ্গলের রাতের তাপমাত্রা নিয়ে চিন্তার কারণ রয়েছে। Group Cards Google News View Now Facebook Page Visit Page মঙ্গলের পরিবেশে ওড়ার জন্য Helicopter কে অবশ্যই হালকা ওজনের হতে হবে। রাতের তাপমাত্রায় যান্ত্রিক গোলযোগ এড়ানোর জন্য হিটারেও Energy থাকতে হবে। NASA-র Scientist-রা এর আগে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে তাদের Rotorcraft or Drone Helicopter পাঠায়নি। আগামিদিনে অন্যান্য গ্রহে যান পাঠাবে NASA ,যদি Ingenuity-র পরীক্ষামূলক অভিযান সফল হয় | আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান | WhatsApp Group & Google News Flow WhatsApp Group Join Now Google News View Now