শনির মতো গ্রহে চাঁদের আলোড়ন হয় এছাড়া ঘুর্নিও, একদম পৃথিবীর যে মতো | পড়ুন বিস্তারিত |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

The moon moves on a planet like Saturn and also rotates, just like the earth| Read more


saturn 1


শনির চাঁদ ‘Enceladus’ -এর প্রতি মুহূর্তে আলোড়িত হচ্ছে বিশাল মহাসাগরের জল | মহাসাগরে ঘূর্ণিও হচ্ছে  | মহাসাগরের জল গরম হয়ে, ওজনে তুলনায় হাল্কা হয়ে উপরে উঠে আসছে। তা ফের শীতল হয়ে নীচে নেমে যাচ্ছে । এই ভাবে প্রতি মুহূর্তেই আলোড়িত হচ্ছে ‘Enceladus’ | আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘Nature Geoscience’ -এ এটি প্রকাশিত হয়েছে | Enceladus -র মহাসাগরের গড় গভীরতা কম করে 30 KM | যার মধ্যে 20 KM পর্যন্ত পুরু বরফের আস্তরণে ঢাকা । 2010-এ ‘Cassini’  ছবি পাঠিয়েছিল ‘Enceladus’ -র পিঠের বরফে ফাটল ধরায় তার ফাঁকফোকড় দিয়ে উঠে আসছে জলের ধারা। যেগুলিকে ‘Gasser’ বলা হয়।


শনিকে এক বার প্রদক্ষিণ করতে Enceladus এর সময় লাগে 1.37 দিন | শনির অভিকর্ষ বলের টান জোরালো হয় Enceladus -র উপর প্রদক্ষিণ করার পথে কাছে এলে, দূরে গেলে তা কমে। এর ফলে শনির চাঁদের অন্দরে তৈরি হয় প্রচণ্ড তাপ। একে বলে ‘Geothermal Activity’ |


গবেষকদের দাবি, Enceladus- র অন্দরের প্রচণ্ড তাপই নীচের মহাসাগরের জল জমে গিয়ে বরফ হতে দেয় না। আর সেই তাপের জন্যই মহাসাগরের জলের স্তরের ওঠা-নামা করে । নীচের উষ্ণ জল উপরে উঠে আসে  এবং শীতল জল নীচে নেমে যায়।

Group Cards
Google News View Now

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here