Is your phone full of color and water while playing with colors? Know how to keep the phone good?
- Smartphone জলে ভিজে গেলে প্রথমে পরিষ্কার করে মুছে ফেলুন ৷ বেশিক্ষণ থাকলে Short Circuit হয়ে যেতে পারে ৷ এতে phone এ থাকা সমস্ত data উড়ে যায় ৷
- Phone Start করার আগে ভালো করে মুছে নিন ৷ ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ Battery, Sim Card, Memory Card খুলুন শিগগিরই। ফোনের খোলা অংশগুলি একটি শুকনো কাপড়ে মুছে রেখে দিন। Phone-র ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন ৷ তারপর Sim Card Insert করুন ৷
- ফোনে Screen Guard লাগানো থাকলে সেটা খুলে রাখুন ৷
- ভুল করেও ফোনে Hair Drier প্রয়োগ করবেন না ৷ Hair Drier-র গরম হাওয়ায় ভিতরের পার্টস গলে যেতে পারে ৷ এরপর কিছুক্ষণ phone টি রোদে রাখুন |
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।