Danger if you keep your wallet in your back pocket:- Danger wallet
আপনি যদি আপনার মানিব্যাগ আপনার ব্যাক পকেটে রাখেন সেক্ষেত্রে আপনার মেরুদন্ডের উপর অনেক চাপ পড়ে এবং সেটি নিচের চিত্রের মতো বাঁকা হয়ে যেতে পারে। তাছাড়া এটি লিগামেন্টস, মাংসপেশির উপরও প্রচুর চাপ প্রয়োগ করে থাকে। এতে করে আপনার ব্যাক পেইন, অসাড়তা বা অবশতা, শারীরিক ত্রুটির সৃষ্টি হতে পারে। তাই আমাদের ব্যাক পকেটে মানিব্যাগ রাখা কোনোভাবেই উচিত নয়।
Dr. Brad Adams বলেছেন যদি আমরা ১৫ মিনিটের মতো ব্যাক পকেটে মানিব্যাগ রেখে বসি তাহলে সেটি তেমন কোনো সমস্যা সৃষ্টি করবে না তবে যদি সেটি ১৫ মিনিট অতিক্রম করে তাহলে সেটি আমাদের শার্টের পকেটে বা অন্য কোথাও স্থানান্তরিত করা প্রয়োজন।
সমাধান :
- আপনি ছোটো মানিব্যাগ ব্যবহার করেন। এটি তেমন ক্ষতির সৃষ্টি করবে না।
- মামুলি বা সাধারণ মানিব্যাগ ব্যবহার করতে পারেন।
- কার্ড ব্যবহার করতে পারেন যা আপনাকে আধুনিক প্রযুক্তি উপহার হিসেবে দিয়েছে।
- সবচেয়ে ভালো উপায় হচ্ছে ব্যাক পকেটে না রাখা।