A strange incident with Einstein and his daughter:
Smart Update24,By Syed Mosharaf Hossain: আইনস্টাইন এর মেয়ের বিয়ে। সবাই চার্চে যাচ্ছিলেন। মাঝ রাস্তায় তিনি মেয়েকে বললেন, চার্চের দিকে এগিয়ে যেতে, কিছু কাজ বাকি আছে। খুবই অল্প কাজ। শেষ করতে মিনিট দশেক লাগবে। তারপরেই তিনি ফিরে আসবেন।
বিজ্ঞানী বলেছিলেন ল্যাব থেকে ১০ মিনিটের মধ্যে আসছি। আসেননি। তিনি ওই ১০ মিনিটে আটকেছিলেন সাত দিন ধরে। মেয়ের বিয়ে হয়ে যায়। সাত দিন পর মেয়ে ফিরে এসে মা’কে জিজ্ঞাসা করে, বাবা কোথায়? তখন মা বলেন, ওই যে গেছেন আর আসেননি। তখন মেয়ে নিজে ল্যাবে গিয়ে দেখেন, বাবা গভীর চিন্তায় ডুবে রয়েচ্ছেন। মেয়েকে দেখে হুঁশ ফেরে। মনে পরে সাত দিন আগের মেয়ের বিয়েতে যাওয়ার ঘটনা। মেয়ে বাবাকে প্রশ্ন করতেই। অদ্ভুত উত্তর দিয়েছিলেন বিজ্ঞানী। তিনি সাত দিন ধরে যে সেই দশ মিনিটে আটকেছিলেন তার প্রমান এই উত্তর। বলেন, ‘তুমি চার্চে যাও, আমি কাজটা ১০ মিনিটের মধ্যেই শেষ করে আসছি।’
আইনস্টাইন পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রচুর গবেষণা করেছেন এবং নতুন উদ্ভাবন ও আবিষ্কারে তার অবদান অনেক। আইনস্টাইন তার জীবনে শত শত বই এবং গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তিনি তিন শতাধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং ১৫০ টি অবৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। ২০১৪ সালের ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় এবং সংরক্ষণাগারগুলি ঘোষণা করেছিল যে আইনস্টাইনের প্রকাশিত গবেষণাপত্রে ৩০,০০০ এরও বেশি অনন্য নথি রয়েছে।