আলোর গতিসম্পন্ন ( 3×10⁸ m/s ) মহাকাশযান আসলেই কি তা সম্ভব ?(Is it really possible to have a light speed (3 × 10⁸ m / s) spacecraft?)
অনেকেই মনে করেন মানুষ অদূর ভবিষ্যতে আলোর গতিসম্পন্ন ( 3×10⁸ m/s ) মহাকাশযান তৈরি করবে। আসলেই কি তা সম্ভব?আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে কোন গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্য সংকুচিত হয়, বস্তুটির ভর বৃদ্ধি পায় এবং কাল দীর্ঘায়িত হয় গতি যত বৃদ্ধি পাবে দৈর্ঘ্য আরো সংকুচিত হতে থাকবে ভর আরো বৃদ্ধি পেতে থাকবে এবং কাল/সময় দীর্ঘায়িত হতে থাকবে।
এভাবে বস্তুটি যদি পুরোপুরি আলোর বেগ প্রাপ্ত হয় মানে ১ সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার বেগে চলে তাহলে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুটির দৈর্ঘ্য শূন্য হয়ে যাবে, ভর অসীম হয়ে যাবে এবং সময় পুরোপুরি স্থির হয়ে যাবে। তাই আলোর বেগে কোনো বস্তু কখনো চলতে পারবে না।
আলোর বেগে চললে বস্তুটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অদূর ভবিষ্যতে মানুষ আলোর গতির প্রযুক্তি তৈরি করতে পারলেও আলোর গতিতে মহাকাশযান চালাতে পারবে না কারণ আলোর গতিতে চললে মহাকাশযান টির দৈর্ঘ্য শূন্য হয়ে যাবে ভর অসীম হয়ে যাবে অর্থাৎ মহাকাশযানটির কোনো অস্তিত্বই থাকবে না।