Engineering – পড়ার জন্য বাধ্যতামূলক নয় অন্য ও পদার্থবিদ্যা , এই নিয়ে বিতর্ক |পড়ুন বিস্তারিত |(Engineering – Reading is not compulsory in other and physics, this is debated. Read details)
Smart Update24, by Swastika Paul
Engineering পড়ার জন্য Math & Physical Science বাধ্যতামূলক নয় . ঘোষণা করলো AICTE ( All India Council For Technical Education ) | BE /B.Tech এই দুই ক্ষেত্রেই একই নিয়ম চালু করলো AICTE | অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফর্মেশন টেকনোলজি, বায়োলজি, ইনফর্মেশন প্র্যাক্টিসেস, বায়োটেকনোলজি, টেকনিকাল ভোকেশনাল সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, বিজনেস গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ এবং অন্তেপ্রেনারশিপ এই বিষয় গুলো নিয়ে পড়াশোনা করলেও সে BE/B.Tech পড়ার সুযোগ পাবে |
কিন্তু শুধুমাত্র পাস করলেই হবে না 40% নম্বর পেতেই হবে | কিন্তু এইরকম নিয়মের ফলে দেশে খুবই নিম্ম মেধার ইঞ্জিনিয়ার তৈরী হবে বলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দাবি | তার সঙ্গে Entrance Exam তো আছেই। Joint Entrance Exam & IIT –র ক্ষেত্রে অবশ্য ওই তিনটে বিষয়ে পরীক্ষা দিতেই হবে। তবে Joint Entrance -র সিলেবাসও ভবিষ্যতে পাল্টাতে পারে বলে জানানো হয়েছে।