HomeSocial Newsপ্রতিদিন রাত্রে রুটি খেলে হতে পারে বিপদ, এমনটি জানাচ্ছেন বিশেষজ্ঞরা, পড়ুন বিস্তারিত

প্রতিদিন রাত্রে রুটি খেলে হতে পারে বিপদ, এমনটি জানাচ্ছেন বিশেষজ্ঞরা, পড়ুন বিস্তারিত

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

প্রতিদিন রাত্রে রুটি খেলে হতে পারে বিপদ, এমনটি জানাচ্ছেন বিশেষজ্ঞরা, (Eating bread every night can be dangerous, experts say,)8275880e0bd0585bef1c409daef075e9f1d6ac8e58b08c79333e8bcec3c63bbc


Smart Update24,By Syed Mosharaf Hossain: আমাদের ভারতবর্ষে অধিকাংশ মানুষই আছেন যারা রাত্রে ভাত খুব একটা খেতে পছন্দ করেন না, রুটি খাওয়ার অভ্যাস আছে তাদের বেশি পরিমাণে আছে। এই রুটি খাওয়ার প্রবণতা ডেকে আনতে পারে শরীরে মারাত্মক ক্ষতি এমনটাই বলছেন ডাক্তাররা।

গমের তৈরি খাবার শরীরে কোলেস্টেরলের সমস্যা বাড়িয়ে দেয়। তাই হৃদরোগ বিশেষজ্ঞরা রাতে রুটি না খাওয়ার পরামর্শ দিচ্ছেন। শুধু তাই নয়, ডায়েট করতে রুটি খাওয়ার অভ্যাস করেন অনেকে। রুটি খেলে ত্বক অনেকটা কুচকে যায়। এমনকি ত্বকে বলিরেখাও দেখা দিতে পারে। এছাড়া গমের তৈরি খাবার বেশি খেলে মাথার চুল পড়ে যেতে পারে।
আমেরিকান জার্নাল অব ক্লিনিকাল নিউট্রিশন(American Journal of Clinical Nutrition) প্রকাশিত প্রতিবেদনে, প্রতিদিন রাতে রুটি খেলে মানসিক অবসাদ হতাশা বেড়ে যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

ব্যাপারটা হচ্ছে ঠিক এমন রুটি হজম করার ক্ষমতা সবার শরীরে থাকেনা। রুটি হজম না করার ফলে মানুষের শরীরের রক্তে শর্করার মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে এমনটাই জানাচ্ছেন ডাক্তাররা। এর ফলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া রুটি খেলে গ্যাসের সমস্যা হতে পারে।

তাই রাতে রুটি খাওয়াটার সিদ্ধান্ত কতটা সঠিক তা জানতে ডায়েটেশিয়ানের কাছ থেকে পরামর্শ নেওয়া ভালো।
তবে শরীর রুটির সঙ্গে অভ্যস্ত হলে, ফিট চেহারার জন্য একেবারে আদর্শ। রুটিতে ক্যালোরির পরিমাণ খুবই কম। তাই রুটি খেলে ওজন বৃদ্ধি হয় না, শরীরকে ফিট রাখে। রুটিতে যেহেতু ফ্যাট থাকে না। তাই রুটি খেলে চর্বি বাড়ার সম্ভাবনা কমে যায়।

Group Cards
Google News View Now
WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular