Smart Update24, by Swastika Paul
TAH (Total Artificial Heart ) | হার্ট এর সম্যসা অনেকের ই থাকে | আর এই জন্যই কখনো কখনো হার্ট প্রতিস্থাপন এর প্রয়োজন হয়ে পড়ে | কিন্তু সম্যসা হলো সঠিক সময়ে সঠিক মানুষ খুঁজে পাওয়া যায় না | এই কথা মাথায় রেখে বিজ্ঞানীদের নতুন আবিস্কার Artificial Heart | যা মানুষের হার্ট এর থেকেও বেশি ভালো ভাবে কাজ করতে সক্ষম | কিন্তু এর ব্যাটারী লাইফ ৩ – ৪ ঘন্টা | যেইসব মানুষদের শরীরে ১৮০ দিনেই মধ্যে হার্ট প্রতিস্থাপন করতে হবে তাদের জন্য এই যন্ত্র বিক্রি করা হবে বলে তারা জানিয়েছেন |এই Artificial Heart টি চিকিৎসা বিজ্ঞানের অনেকটাই উন্নতি ঘটাবে বলে মনে করছেন চিকিৎসকরা |
CARMAT -এর Chief Executive বলেন যে 2021 এর মাঝামাঝি এই যন্ত্রটি বাজারে আনার পরিকল্পনা চলছে | এছাড়া এই যন্ত্রটি নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসকরা জানান যে , এটি সাধারণ মানুষের হার্ট এর মতোই কাজ করতে সক্ষম | ফলে রোগীর স্বাভাবিক জীবন যাপন করতে কোনো রকম সম্যসা হবে না | এরমধ্যে চারটি বায়োলজিক্যাল ভাল্ভ ও দুটি ভেন্ট্রিকলস রয়েছে | এছাড়া আছে মাইক্রোপাম্প যা রক্তচাপ তৈরী করবে | এই যন্ত্রটির তিনটি পর্যায়ের ট্রায়াল শেষ হয়েছে বলে জানা গেছে | 2021 এর মাঝামাঝি সময়ের দিকেই এই যন্ত্র টি বাজারে মিলবে বলে জানাচ্ছেন গবেষকরা |
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।