HS Nutrition Suggestion 2023: In this article, we are providing the Nutrition Suggestion for Higher Secondary 2023 examination.
Check the 2023 Higher Secondary Nutrition suggestion.
HS Nutrition Suggestion: Part – A (35 Marks) (প্রতিটি প্রশ্নের মান 7)
- গ্লাইকোলাইসিস এর সংজ্ঞা দাও এবং বিক্রিয়া পথটির প্রবাহ চিত্র অঙ্কন করো। (2+5)
-
ডায়াবেটিস রোগের কারণ ও জটিলতা গুলি উল্লেখ করো। উচ্চ রক্তচাপ রোগীর গ্রহণীয় এবং বর্জনীয় খাদ্যবস্তু গুলি উল্লেখ করো। (2+3+5)
-
‘গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূনকে প্রভাবিত করে’ – আলোচনা করো। মাতৃদুগ্ধ ও গোষ্ঠীগত পার্থক্য আলোচনা করো (4+3)
-
উৎসেচক কি? উৎসেচকের নামকরণ পদ্ধতি আলোচনা করো। কো এনজাইমের সংজ্ঞা দাও। (1+4+2)
-
মাছ ও দুগ্ধ সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি গুলি আলোচনা করো। কাঁচা দুধে উপস্থিত দুটি অণুজীবের নাম উল্লেখ করো। (3+3+1)
-
PFA আইন কি? এই আইন অনুসারে ভেজালকারকের শাস্তি কি? সরষের তেল এবং মিষ্টিজাতীয় খাদ্য দ্রব্যের উপজাত দ্রব্যের নাম ও কুফল গুলি লেখো। (1+2+2+2)
-
আই সি এম আর -এর মতে পুরো নারীর সংজ্ঞা দাও। মৌল বিপাক হার পরিবর্তনের শর্ত গুলি আলোচনা করো। (2+5)
-
সাক্কাস এন্টারিকাস কাকে বলে? অগ্ন্যাশয় রসের কাজ গুলি আলোচনা করো। (2+5)
-
উদারাময় কি? এর প্রকারভেদ গুলি আলোচনা করো। উদারাময় রোগীর পথ্য প্রস্তুতির মূল নীতিগুলি আলোচনা করো। (1+3+3)
-
ফল ও সবজি সংরক্ষণ এর উপর সংক্ষিপ্ত টীকা লেখো। (3.5 +3.5)
-
WHO এবং FAO -র সম্পর্কে টীকা লেখো। (3.5+3.5)
-
অপুষ্টিজনিত রক্তাল্পতার কারণ ও পরিণতি কি? এই রোগ প্রতিরোধ কর্মসূচির উদ্দেশ্য বর্ণনা করো। (2+2+3)
-
ডি এমিনেসন কি? প্রবাহ চিত্রের সাহায্যে ইউরিয়া চক্রটি আলোচনা করো। (2+5)
-
পিত্তরসের দুটি জৈব উপাদানের নাম উল্লেখ করো। মানবদেহে পিত্তরসের গুরুত্ব আলোচনা করো। (2+5)
-
ম্যারাসমাস ও কোয়াশিয়োরকর কথা দুটির অর্থ লেখো। ম্যারাসমাস ও কোয়াশিয়োরকর এর মধ্যে পার্থক্য আলোচনা করো। (2+5)
-
TCA cycle কাকে বলে এবং কেন বলা হয়? ক্রেবস চক্রের বিক্রিয়া পথ ছকের মাধ্যমে দেখাও। (2+5)
-
বিপাক বা মেটাবলিজম বলতে কী বোঝায়? উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো।
কোরি চক্র (Cori cycle) কি? চিত্র সহযোগে বর্ণনা করো। (3+1+3) -
“A disease due to hurry, worry and curry” – এখানে কোন রোগের কথা বলা হয়েছে? এই রোগের কারণ গুলি কি কি? এই রোগে আক্রান্ত রোগীকে কিভাবে পথের সাহায্যে চিকিৎসা করা যায়?
-
আন্ত্রিক রসের উৎস, উপাদান এবং কাজ উল্লেখ করো। (1+2+4)
Read More: HS Political Science Suggestion 2023 | WBBSE-Download PDF (100%)
Part -B (35 Marks) (প্রতিটি প্রশ্নের মান 1)
নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও।
- পুষ্টি শিক্ষার প্রধান উদ্দেশ্য কি?
-
WHO এর মতে পুষ্টি শিক্ষা কি?
-
লাইসোজাইম কি?
-
ACU বলতে কী বোঝায়?
-
অনুত্তেজক পথ্য কি?
-
ক্যানিং কি?
-
COBI কি?
-
FFH এর পুরো নাম কি?
-
পরিপূরক খাদ্য কি?
-
মিক্সিডিমা রোগের দুটি লক্ষণ উল্লেখ করো।
-
ট্রাই গ্লিসারাইড বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন হয়?
-
ট্রান্স মিথাইলেশন কি?
-
কত ডিগ্রী তাপমাত্রায় খাদ্যের উৎসেচক নষ্ট হয়?
-
সক্রিয় শোষণ কি?
-
স্কুল লাঞ্চ প্রোগ্রাম বলতে কী বোঝায়?
-
প্যাপিলা বা পিড়কা কি?
-
শ্বসন অনুপাত কাকে বলে?
-
অস্থিমজ্জার ত্রুটির কারণে কোন প্রকার রক্তাল্পতা দেখা যায়?
-
SNP-র পুরো নাম কি?
-
অ্যামিনো অ্যাসিড ভান্ডার বলতে কী বোঝো?
-
CFTRI কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়?
-
রেগুলেটরি উৎসেচক কাকে বলে?
-
ইউরেমিয়া কি?
-
ভারতে আয়োডিনের অভাবজনিত দুটি সমস্যার উল্লেখ করো।
-
16 বছর বয়সী একজন বালকের লোহার চাহিদা কত?
-
ভিনেগারের রাসায়নিক নাম ও সংকেত লেখো।
-
ব্রাইন কি?
-
পলিইউরিয়া ও পলিফাজিয়া কি?
-
WHO /UNICEF এর সুপারিশ অনুযায়ী ORS পাউডার এর সোডিয়াম বাই কার্বনেট ও পটাশিয়াম ক্লোরাইড এর পরিমাণ 1 লিটার জলে কত?
-
গয়ট্রোজেনিক খাদ্য বলতে কী বোঝায়?