HomeGovt Schemesআপনার ল্যাপটপ / কম্পিউটার এর ব্যাটারী ব্যাকআপ বাড়াতে চান? কিভাবে বাড়াবেন জানুন...

আপনার ল্যাপটপ / কম্পিউটার এর ব্যাটারী ব্যাকআপ বাড়াতে চান? কিভাবে বাড়াবেন জানুন এক ক্লিক এ |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Smart Update24, by Swastika Paul

laptop2


আপনি ও কি আপনার ল্যাপটপ বা কম্পিউটার এর ব্যাটারী ব্যাকআপ নিয়ে চিন্থিত ? তাহলে জেনে নিন কিভাবে আপনি ব্যাটারী ব্যাকআপ বাড়াতে পারেন | জেনে নিন কিছু পদ্ধতি – 


Display-র উজ্জলতা কমিয়ে রাখুন :

Group Cards
Google News View Now

ল্যাপটপের ডিসপ্লে হল সবচেয়ে বেশি প্রধান পার্ট। ব্রাইটনেস বাড়িয়ে স্ক্রিন উজ্জ্বল রাখতে উল্লেখযোগ্য পরিমাণে চার্জ ক্ষয় হয় |

তাই আপনি যদি কাজের সময় সবচেয়ে ভালো battery backup পেতে চান | তাহলে display-র brightness কমিয়ে 25% অথবা 0% এ রাখুন |কাজ ও হবে,  ব্যাটারিতে চার্জ ও কিছু থেকে যাবে | পরবর্তিতে কাজে লাগাতে পারবেন, আবার চার্জে না লাগিয়েই।

 


Power Settings পরিবর্তন করে :

Windows 10 এ কিছু ফিচার রয়েছে যা আপনাকে আগের তুলনায় অনেক বেশি customize করার সুযোগ দিচ্ছে |ফলে আপনি আপনার সুবিধামত power sever অপশন টি অন করে দিতে পারবেন |এছাড়াও অলস অবস্থায় পড়ে থাকা ল্যাপটপ দ্রুত মনিটর অফ কিংবা sleep mode এ রাখতে পারবেন | সবকাজের একটাই উদ্দেশ্য চার্জ ধরে রাখা।

 


Wi-Fi , Bluetooth Turn -off :

ইন্টারনেটের সাথে কানেক্ট না থাকা অবস্থায়, অনেকের ল্যাপটপে wi-fi , Bluetooth এসব অফ করা থাকে না |এই settings গুলো বেশ ভালো পরিমাণে battery drain করে থাকে| তাই একান্তinternet/networking এ connect থাকার দরকার না হলে wi-fi  অফ করে রাখা উচিত |Windows 10 এ  wi-fi icon deselect করে দিলেই কাজ হয়ে যাবে| অযথা ব্যাটারি ও drain হবে না।

 


ল্যাপটপের সাথে লাগানো peripherals গুলো  খুলে রাখা কাজ শেষে :

peripherals গুলোকে  power supply  দিতে হয় ল্যাপটপ এর ই।

 


সারাদিনরাত চার্জার এর সাথে কানেক্ট করে রাখা যাবে না :

যদিওবা এখনকার ল্যাপটপগুলোতে Lithium battery  ব্যবহার করা হয় | এদের সার্কিট এ over charging protection রয়েছে, যা সুরক্ষা দিবে| কিন্তু লম্বা সময় ধরে একাজ করা হলে, ব্যাটারি লাইফের উপর negative প্রভাব পড়বেই আজ না হোক কাল।

এছাড়া বেশ কয়েকটি company -র ল্যাপটপে এমন সার্ভিস রয়েছে ,যে আপনি সারাদিন চার্জে লাগিয়ে রাখলেও একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ হয়ে আর চার্জ গ্রহন করবে না| সেক্ষেত্রে আপনার উচিত হবে 80-90% ফুল চার্জ করার অপশন সিলেক্ট করা |100% এর অপশন সিলেক্ট না করাটাই আপনার ব্যাটারি হেলথের জন্যে।

 


SSD :

Solid State Drive , যা একাধারে ল্যাপটপ এর প্রসেসিং স্পিড বাড়ায় সেই সাথে battery backup ঠিক রাখে, এমনকি আগের থেকে কম ব্যাটারি খায় সিস্টেম এ।

 


Internal Graphix :

সেটিংস থাকলে নর্মাল কাজের সময় integrated Graphix অন করে কাজ করার সুবিধা নেওয়াই উচিত। Integrated Graphics Chip এর দ্বারা চালানোর ফলে দেখা গেছে আগের থেকে 2x ব্যাকাপ পাওয়া যাচ্ছে| AMD or  Nvidia ব্যবহার করার চেয়ে।

 


Free memory :

সম্ভব হলে ল্যাপটপে বেশি memory লাগিয়ে নেওয়া উচিত |এতে করে কাজের পরিধি বাড়বে+ চার্জ কম খরচ হবে আগের থেকে |ফলে আগের কাজের থেকে অনেক দ্রুত প্রসেস হবে এবং এর ফলে ব্যাটারি কম লাগবে ওই একই কাজের জন্যে।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular