Smart Update24, by Swastika Paul
Android Oreo। গুগল এর নতুন এডিশন ‘গো’ তেই Good Morning মেসেজ দেখতে পাবেন | এরই হাত ধরে ইতিমধ্যে ভারতের New Delhi তে মুক্তি হয় এন্ড্রয়েড এর নতুন ভার্শন ‘Android Oreo’। এন্ড্রয়েড ডিভাইসসমূহের জন্য এটি একটি লাইটওয়েট ভার্শন। যাকে গুগল এর পক্ষ থেকে বলা হচ্ছে android go edition ।
কম ram এবং কম প্রসেসিং ক্ষমতাসম্পন্ন android মোবাইলে যেনো সকল এপ্লিকেশন স্বাচ্ছন্দ্যের সাথে চালানো যায় তার জন্যই গুগলের এই প্রচেষ্টা। এইবার এন্ড্রয়েড গো এডিশনের গুগল ম্যাপ বের করেছে। android police জানায় যে এপটি এখন প্লে স্টোরে পাওয়া যাচ্ছে, তবে এটি শুধু android go ফোনগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বলে মনে হচ্ছে (যা আগামী কিছুদিনের মধ্যেই বাজারে আসতে যাচ্ছে)। যাইহোক, এটি একটি প্রগতিশীল ওয়েব অ্যাপ্লিকেশন হিসাবে PWA ডাইরেক্টরিতে তালিকাভুক্ত করা হয়েছে এবং তাই আপনি সহজেই আপনার মোবাইলের Browser App ব্যবহার করে এটি ব্যবহার করতে পারবেন। এই লিংক টি কপি করে আপনার Browser এ পেস্ট করে রান করুন। তাহলেই গুগল ম্যাপ এর একটি হালকা সংস্করণ দেখতে পাবেন। Google map এর এই হালকা সংস্করণে আপনি পাবেন: গন্তব্যস্থল খুঁজে নেওয়া, প্রতিষ্ঠান খোলা বন্ধ হওয়ার সময় দেখতে পারা, মানচিত্রে দিকনির্দেশনা পাওয়া, দ্বিপাক্ষিক মোড সমর্থন সহ ভ্রমণের সময় দেখা, সরাসরি ট্রাফিক আপডেট পাওয়া যাবে। কিন্তু এই সেবার মাধ্যমে by turn navigation পাওয়া যাবে না।
যারা মোবাইল একটু ঘাটাঘাটি করেন তারা হয়তো জানেন গুগুল এর সকল এপ্লিকেশনই install এর সময় device storage ব্যবহার করে থাকে অর্থাৎ ram ব্যবহার করে। তাই একে অতিরিক্ত কোনো স্টোরেজ এ স্থানান্তর করা সম্ভব নয়। তাই যেসকল মোবাইলে কম র্যাম রয়েছে(512 mb or 1 gb) কিংবা appবেশি থাকার জন্য নতুন কোন app install করা সম্ভব নয় | তারা সহজেই mobile browser গিয়ে এই গুগল ম্যাপসের এই সেবাটি নিতে পারেন নতুবা ‘android go’এডিশনের এপসগুলো ব্যবহার করতে পারেন। এতে করে আপনার কম ram ব্যবহার হবে এবং মোবাইলের প্রসেসিং ক্ষমতা আগে থেকে অনেকাংশে বেড়ে যাবে।
আপনি নিশ্চয়ই চাইবেন আপনার মোবাইলের সকল ধরণের ফাইল যেনো সুসজ্জিতভাবে থাকে। ফাইল গো তে আপনি সেটাই পেতে যাচ্ছেন। ধরুণ, আপনি চান ইমেজ ফাইলগুলো আলাদাভাবে দেখতে, doc ফাইল গুলো আলাদাভাবে দেখতে, গান গুলো আলাদাভাবে দেখতে। File Go তে আপনি সেই সুবিধাটাই পাবেন। এর ফলে যে কোন ধরণের ফাইল আপনি অনেক দ্রুত খুঁজে পাবেন। phone memory ফুল হয়ে গেছে? তবে file go তে গিয়ে সহজেই অপ্রয়োজনীয় ফাইলগুলো select করে delete করে দিতে পারবেন।
ফাইল ট্রান্সফার বা শেয়ার করার জন্য এতে রয়েছে Secured Hotspot যা Bluetooth Transfer এর চাইতে 200 গুণ দ্রুততর।
তাহলে File Go তে কি কি থাকছে তা একনজরে দেখা যাকঃ
অফলাইনে ফাইল শেয়ার করতে পারবেন
এর মাধ্যমে আপনি ভয়েসের মাধ্যমেই পারবেন কোনো কিছু লিখতে, পারবেন মেসেজ পাঠাতে কিংবা কাউকে কল ও করতে পারবেন। এই সেবার মাধ্যমে আপনি ভয়েস সার্চের মাধ্যমেই internet থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে নিতে পারবেন এবং এর সবটাই শুধু ভয়েস ব্যবহার করে। আরো পারবেন YouTube থেকে গান চালাতে।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।