Higher Secondary Bengali Suggestion 2023: In this article, we provide the All Subject Suggestion for HS 2023 Exam. Check Higher Secondary 2023 All Subject Suggestion -100% Working / Higher Secondary All Subject Suggestion 2023:
Higher Secondary Bengali Suggestion 2023:
Contents
রচনাধর্মী প্রশ্নোত্তর (অনধিক ১৫০ টি শব্দ)
ভারতবর্ষ:
- “বচসা বেড়ে গেল” – কাদের মধ্যে কী নিয়ে বচসা বাড়ে? বচসার পরিণাম কী?
- “তাই ধারের অঙ্ক বেড়ে চলে”- কোথায়, কাদের, কিভাবে ধার বাড়ে?
- বুড়ির মৃতদেহকে নিয়ে যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে তার বিবরণ দাও।
- “সেই সময় এলো এক বুড়ি” – বুড়ির চেহারার বর্ণনা দাও। বুড়ির স্বরূপ বিশ্লেষণ করো।
- “দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়াল চারিদিকে।” – প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনা ছড়ানোর কারণ ব্যাখ্যা করো।
ভাত:
- “ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে”- কে কিভাবে ভাত জোগাড় করেছিল? তার এই অনুভূতির কারণ কী?
2.আসল বাদাটার খোঁজ করা হয় না আর উচ্ছবের”- আসল বাদার খোঁজ কেন করা হয় না? আসল বাদা কোথায়, কিভাবে থাকে?
- “যা আর নেই, যা ঝড়-জল-মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উচ্ছব পাগল হয়েছিল।” – দুর্যোগের বর্ণনা দাও। দুর্যোগটি উচ্ছব কে কিভাবে প্রভাবিত করেছিল?
- ভাত গল্প অবলম্বনে বড় বাড়ির কর্তৃত্বময়ী বড় পিসির চরিত্র বিশ্লেষণ করো।
- “বাদায় থাকে অথচ ভাতের আহিংকে এতখানি।” – বাদায় থাকলেও তার ‘ভাতের আহিংকে’ এতখানি কেন? বাসিনী সম্পর্কে তোমার মতামত আলোচনা করো।
- “ভাত খাবে কাজ করবে।” – কোন প্রসঙ্গে কার সম্পর্কে কথা বলা হয়েছে সে কিভাবে কাজ করেছিল?
কে বাঁচে কে বাঁচায়:
- মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় “- মৃত্যুঞ্জয় কে? কেন তার বাড়ির অবস্থা শোচনীয়?
- “ওটা পাশবিক স্বার্থপরতা “- কে কোন বিষয়কে ‘পাশবিক স্বার্থপরতা ‘ বলেছেন? এ কথা বলার কারণ কী? **
- “এ অপরাধের প্রায়শ্চিত্ত কি?” – কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন? নিজেকে অপরাধী বলার কারণ কি?
- “সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল – অনাহারে মৃত্যু।” – এই ‘দেখা’র ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল?
- “দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে।” – কোন্ প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? এমন বলার কারণ কি?6. “এ অপরাধের প্রায়শ্চিত্ত কি?”কে, কোন্ অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে? বক্তা নিজেকে অপরাধী মনে করেছে কেন?
রূপনারানের কুলে:
- রূপনারানের কুলে জেগে উঠিলাম”- রূপনারান বলতে প্রকৃতপক্ষে কী বোঝানো হয়েছে ? এই কুলে তার জেগে ওঠার তাত্পর্য ক?
- “আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন।”- জীবনকে কেন “আমৃত্যুর দুঃখের তপস্যা ” বলা হয়েছে? কিভাবে দুঃখের তপস্যা করে কবি আত্মস্বরূপ দেখতে পেয়েছেন?
- “সে কখনও করে না বঞ্চনা “- কার কথা বলা হয়েছে? কবি কিভাবে এই ভাবনায় উপনিত হলেন?
- “জানিলাম এ জগৎ স্বপ্ন নয়।” – “রূপনারায়ণের কূলে” কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো।
- ‘রূপনারায়ণের কূলে’ কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো।
শিকার:
- ‘শিকার’ কবিতায় ভোরের পরিবেশ যেভাবে বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই পরিবেশ কোন্ ঘটনায় করুন হয়ে উঠল?2. ‘শিকার’ কবিতায় জীবনানন্দ দাশের প্রতিভা ও বৈশিষ্ট্য কিভাবে প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো।
- “রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো।” – কোন্ প্রসঙ্গে এমন উক্তি? ‘শিকার’ কবিতার পরিপ্রেক্ষিতে অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো।
আমি দেখি:
- “শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়/সবুজের অনটন ঘটে ।”- ‘শহরের অসুখ ‘ বলতে কী বোঝ? সবুজের অনটন কিভাবে ঘটে?
- “চোখ তো সবুজ চায়/দেহ চায় সবুজের বাগান “- প্রসঙ্গ কী? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
- “ঐ সবুজের ভীষণ দরকার।” – ‘ঐ সবুজ’ বলতে কী বোঝানো হয়েছে? তার দরকার কেন?
- “বহুদিন জঙ্গলে যায়নি
বহুদিন শহরেই আছি।” – উদ্বৃত পঙ্ক্তি দুটি কবির কোন্ ভাবনা কে প্রকাশ করে, তা কবিতা অনুসারে লেখো।
মহুয়ারদেশ:
- ‘মেঘমদির মহুয়ার দেশ’ কোথায়? মেঘমদির মহুয়ার দেশ কে নিয়ে কবি কিভাবে স্বপ্নমদির জাল বুনেছেন?
- “অনেক, অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ “- মহুয়ার দেশের স্বপ্ন কিভাবে ভঙ্গ হলো তা লেখ।
- “আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল/নামুক মহুয়ার গন্ধ।” – কবি কেন ক্লান্ত? কিভাবে সেই ক্লান্তি দূর করা যেতে পারে?4. “মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে
- অলস সূর্য দেয় এঁকে।” – দৃশ্যটির তাৎপর্য বুঝিয়ে লেখো। এই দৃশ্যটি কবি মনে কি প্রভাব বিস্তার করেছে তা আলোচনা করো।5. “ঘুমহীন তাদের চোখে হানা দেয়
- কীসের ক্লান্ত দুঃস্বপ্ন।” – কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন?
ক্রন্দনরতা জননীর পাশে:
- “কেন তবে লেখা কেন গান গাওয়া
কেন তবে আঁকাআঁকি?” – কবির এই মানসিকতার প্রকাশ কিভাবে ঘটেছে তা লেখো।2. “আমি তা পারি না।” – কে পারেন না? না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো।
HS Bengali Suggestion 2023:
নাটক:
- “সেই রাতেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম।”- এখানে কোন রাতের কথা বলা হয়েছে? সেই রাতে কী বুঝেছিলেন?
- “দেখেছ, রজনী চাটুজ্যে ইজ রজনী চাটুজ্যে, মরা হাতি সোয়া লাখ।”- এই উক্তির প্রেক্ষিতে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা কর।
- “বিভাব” নাটকে হাসানোর চেষ্টা প্রথমবার ব্যর্থ হলে দ্বিতীয় বার যে দৃশ্য উপস্থাপন করা হয় তার বর্ণনা দাও।
- “আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ‘অভাব’ নাটক।”- অভাবের চিত্র এই নাটকে কিভাবে প্রকাশিত হয়েছে?
5 ” কী অমর এবার হাসি পাচ্ছে?…এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে ।”- কোন পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে?
আমার বাংলা:
- “মনে মনে চটে যাই মোনা ঠাকুরের ওপর।”- মোনা ঠাকুর লেখককে কী বলেছেন? লেখক পরে মোনা ঠাকুরের কথার সাথে তা মেলাতে পারেন নি কেন? 2. “এদিকে আর এক রকমের প্রথা আছে – নানকার প্রথা।”- নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল?
- “কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে।”- মহাজনের পন্থা কী? ‘ছাতির বদলে হাতি’ রচনা অবলম্বনে এ কথার সত্যতা নিরুপন করো।
- “হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা।”- ক্ষেপে ওঠা কলকাতার ছবি বর্ণনা করো।
- “লোকটা একজন পয়লা নম্বরের ভন্ড।”- লোকটা কে? তার সম্পর্কে এরকম মন্তব্যের কারণ কি ?
- “তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো।”- এখানে কাকে, কিভাবে ও কেন সাহায্য করতে বলা হয়েছে?
বাঙালির শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস:
- বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ অথবা গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান।
- বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটক অথবা মৃণাল সেনের অবদান ।
- বাংলার বিজ্ঞান চর্চায় জগদীশ চন্দ্র বসু অথবা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান ।
4.বাংলা গানের ধারায় মান্না দে র অথবা হেমন্তকুমার মুখোপাধ্যায়ের অবদান।
- বিশ্ব ক্রিকেটে সৌরভ গাঙ্গুলীর অবদান ।
6.মোহনবাগানের ঐতিহাসিক আই এফ এ শিল্ড ফাইনাল জয়ের বিবরণ।
7.বাংলা চলচ্চিত্রে সবাক ও নির্বাক যুগের পরিচয়।
- চিকিৎসা বিজ্ঞানে নীলরতন সরকার ও কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের অবদান ।
ভাষা :
- রূপতত্ত্ব কী? এর আলোচ্য বিষয় বর্ণনা করো।
- প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে ক ভাগে ভাগ করা হয় ও কি কি? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও।
- তুলনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে? এর বৈশিষ্ট্য কী কী?
- পদগুচ্ছ সংগঠন বলতে কী বোঝায়? এর প্রকার কী কী?
5.শৈলী বিজ্ঞান কী? এই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
- গঠনের দিক থেকে বাক্য কয় প্রকার? একটি প্রকার উদাহরণ সহ বুঝিয়ে দাও ।7. শব্দার্থের প্রসার ও শব্দার্থের রূপান্তর বলতে কী বোঝো?
আন্তর্জাতিক কবিতা / ভারতীয় গল্প :(পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন:)
- “কত সব প্রশ্ন।”- কার, কী প্রশ্ন? প্রশ্ন গুলো কেন করা হয়েছে তা লেখো।
- “সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?”- রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল? এখানে বক্তা কী বলতে চেয়েছেন?
- “উনি রীতিমতো হতভম্ব।”- ‘উনি’ কে? তিনি কেন হতভম্ব?
- “ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার / একলাই নাকি?”- আলেকজান্ডারেরপরিচয় দাও? বক্তা এখানে কী বলতে চেয়েছেন?
- “এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কী সবাই প্রাসাদেই থাকতো?”- এই মন্তব্যের তাৎপর্য কী?
- “পাতায় পাতায় জয়- জয়োৎসবের ভোজ বানাতে কারা?” -” ‘জয়োৎসবের ভোজ’ কথাটির অর্থ কি? যারা জয়োৎসবের ভোজ বানাত তাদের প্রতি কবির মনোভাবের পরিচয় দাও।(অলৌকিক)
- “গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে।” – গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটির উল্লেখ করো।
- “ঠিক হলো ট্রেনটা থামানো হবে।” – কোন্ ট্রেনের কথা বলা হয়েছে? সেটি কিভাবে থামানো হয়েছিল?
3.” পাঞ্জাসাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি।” – আশ্চর্য ঘটনার বিবরণ দাও।4. “চোখের জলটা তাদের জন্য।” – বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি উল্লেখ করো।
প্রবন্ধ রচনা :
সবুজায়ন বনাম নগরায়ন, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বিশ্ব উষ্ণায়ন, বাংলার লোকসাহিত্য ও সমাজজীবন, বই মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু, বাংলার কুটিরশিল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, খেলাধুলা ও ছাত্রসমাজ, সাম্প্রদায়িকতা ও যুবসমাজ, কন্যাশ্রী প্রকল্প, সন্ত মাদার টেরিজা.
Higher Secondary Bengali Suggestion 2023:
Bengali Suggestion 2023 Higher Secondary: Click Here
English Suggestion 2023 Higher Secondary: Click Here
For Science Background:
Biology Suggestion 2023 Higher Secondary: Click Here
Mathematics 2023 Higher Secondary: Click Here
Physics Suggestion 2023 Higher Secondary:Click Here
Chemistry Suggestion 2023 Higher Secondary: Click Here
For Arts Background:
Computer Application Suggestion 2023 Higher Secondary: Click Here
History Suggestion 2023 Higher Secondary: Click Here
Geography Suggestion 2023 Higher Secondary: Click Here
Philosophy Suggestion 2023 Higher Secondary: Click Here
Political science Suggestion 2023 Higher Secondary: Click Here
Nutrition Suggestion 2023 Higher Secondary: Click Here
Economics Suggestion 2023 Higher Secondary: Click Here
Environment Science Suggestion 2023 Higher Secondary: Click Here
Education Suggestion 2023 Higher Secondary: Click Here
Psychology Science Suggestion 2023 Higher Secondary: Click Here
Sanskrit Suggestion 2023 Higher Secondary: Click Here
For Commerce Background:
Coming Soon ………..
Read More: Higher Secondary Bengali Suggestion
- English Suggestion 2023 Madhyamik: Click Here
- History Suggestion 2023 Madhyamik: Click Here
- Geography Suggestion 2023 Madhyamik: Click Here
- Mathematics Suggestion 2023 Madhyamik: Click Here
- Life Science Suggestion 2023 Madhyamik: Click Here
- Physical Science Suggestion 2023 Madhyamik: Click Here
NEW**For Your future prospect and choosing the right career, One way to contact “Smart Update24”, We will help you, For think about your Bright Future.
Note: Please Fill-up This Google Form & Join Our WhatsApp Group –Link