Smart Update24 , by Swastika Paul
Micro-oven | মাইক্রোওভেন এর নাম সকলেরই জানা | কিন্তু মাইক্রোওভেন আমরা কেন ব্যবহার করবো | এছাড়া এই নাম শুনলেই আমাদের একটা প্রশ্ন মাথায় আসে যে এটি কিভাবে ব্যবহার করা হয় | এবং এটি তে তড়িৎ উৎপন্ন হয় কিভাবে ?? আর কেনই বা আমরা এটি ব্যবহার করতে চাইবো ? ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী Robert-Watson-Watt 1935 সালে বেতার তরঙ্গ কাজে লাগিয়ে রাডার টেকনোলজি তৈরী করেন দ্বিতীয় বিশযুদ্ধের সময় |যার নাম দিয়েছিলেন “Radarange” | এছাড়া বেতার তরঙ্গ কাজে লাগিয়ে বিমানের গতিপথ নির্ধারণ সম্ভব | তড়িৎ চুম্বক তরঙ্গের একটি অংশ হলো বেতার তরঙ্গ | যার গতিবেগ শূন্য মাধ্যমে , সেকেন্ড এ প্রায় ৩ লক্ষ কিলোমিটার | যা বিমানের গতিবেগ এর থেকে অনেক বেশি গতিশীল এছাড়া বিমানের গতিবেগ কমলেও বেতার তরঙ্গের গতিবেগ কমে না |
Micro-oven কথাটি এসেছে Microwave থেকে |300 MHz থেকে 300GHz পর্যন্ত কম্পাঙ্গের বেতার তরঙ্গকে Microwave বলা হয় | Microwave হলো Electro Magnetic wave -এরি অংশ | “Micro-oven” -যাতে কোনো আগুন জ্বালাতে হয় না বা গ্যাস জ্বালাতে হয় না শুধুমাত্র কয়েক মিনিটের জন্য কারেন্ট এর সাথে যুক্ত রাখতে হয় | এতে আপনার টাইম সাশ্রয় হবে এছাড়া বেশি টাকা ও খরচ করতে হবে না | এই যে তাপশক্তি আমরা কাজে লাগিয়ে রান্না করতে পারি হলো মাইক্রোওয়েভ যা সামান্য কিছু ভোল্টেজ এর ওপর নির্ভর করে | এর ওই ধাতব অংশের ভিতরে থাকে Magnetron | Micro-oven এ ব্যবহৃত Microwave কম্পাঙ্ক 2 দশমিক 45 GHz পর্যন্ত হতে পারে | যা উৎপন্ন করে এবং কম্পাঙ্ক সৃষ্টি করে যা জলের অনু শোষণ করতে সাহায্য করে এবং খাবার কে গরম হতে দেয়এটি যেকোনো জায়গায় সহজে বহন করা সম্ভব এবং দাম ও অনেক কম |
লেখাটি পড়ে আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান